1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

চাটখিলে রাস্তা দখল করে ব্যবসা, ৫ জনকে জরিমানা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত হতে সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে রাস্তার পাশে ফুটপাতের অংশে অবৈধভাবে দোকান বসিয়ে সবজি, ফল বিক্রির অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ০৫ জনকে ০৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে চাটখিল থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park