1. azad.cu@gmail.com : admincb :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

চাটখিলে কৃষি জমির মাটি কাটায় জরিমানা, এক্সেভেটর জব্দ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে  অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সেভেটর জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে জরমিনা ও এক্সেভেটর জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’ সেই সাথে তিনি সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park