1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

রাস্তায় মালামাল রেখে জরিমানা দিলেন ব্যবসায়ীরা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

সোমবার (৩০ ডিসেম্বর) নোয়াখালীর চাটখিলে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সাহাপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এবং জনগণ চলাচলের ফুটপাতের রাস্তা দখল করে মালামাল রাখার অপরাধে আদালতের মাধ্যমে ১০ জন ব্যবসায়ীকে ১০ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানে বলেন, ‘আজ প্রাথমিক সতর্কতা হিসেবে জরিমানা কম করা হয়েছে। ভবিষ্যতে জরিমানার পরিমান বৃদ্ধি করা হবে।’ জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান পরিচালনাকালে চাটখিল থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park