1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

হাতিয়ায় নার্সদের ১ দফা দাবি আদায়ে ৩ ঘণ্টা কর্মবিরতি

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় একদফা দাবিতে জেলার হাতিয়ায় কর্মবিরতি পালন করছেন কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের হাতিয়া শাখার সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি যাওয়া নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের হাতিয়া শাখার সদস্যরা এ সময় বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পদ থেকে প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার থেকে অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি পালিত হচ্ছে।

সিনিয়র নার্স মোহছেনা আকতার তামান্না বলেন, আমরা শান্তিপূর্ণভাবে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের যথারীতি কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park