
আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ ব্লাড সার্কেল বাংলাদেশ’-এর ২০২৬-২০২৭ (০২) বছর মেয়াদের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১০ই জানুয়ারি, শনিবার রাত ১০টায় এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবদুল্লাহ মালেক ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক রাকিব।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি: মাহমুদুর রহমান আম্মার, ইয়াছিন নূর, রাকিব পাটোয়ারী ও আবদুর রহমান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক: আদনান রাফি, সাংগঠনিক সম্পাদক, আবদুল আজিজ। দপ্তর সম্পাদক, মুস্তাকিম শ্রাবণ।সংগঠনের মূল চালিকাশক্তি রক্তদাতাদের সমন্বয়ে গঠিত ‘ডোনার বিষয়ক’ বিভাগে সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ নাজিম এবং প্রচার বিভাগে সম্পাদক হিসেবে জোবায়ের হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও চিকিৎসা, ক্রীড়া ও ধর্মীয় বিষয়ক সম্পাদকীয় পদে দক্ষ সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “রক্ত দান নয়, জীবন দান—এই ব্রত নিয়ে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাব। এই কমিটি আমাদের জন্য এক বিশাল আমানত। আমরা যেন সততার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”