
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় চাটখিল উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাক প্রতিনিধি নাজমা আক্তার। তিনি বলেন, আমরা চাই প্রবাসীরা যেন দালালের খপ্পরে না পড়ে, আইনগত প্রক্রিয়ায় বিদেশ যান। এজন্য আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সাংবাদিক কামরুল কানন বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় মাইগ্রেশন প্রোগ্রাম নিঃস্ব হয়ে যাওয়া প্রবাস ফেরতদের পুনর্বাসনে কাজ করছে এবং দক্ষ হয়ে যেন প্রবাসে যায় সে ব্যাপারে সচেতন করছে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহারসহ প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলা প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় সবসময় সহযোগিতা করবে।
এছাড়াও বক্তারা প্রবাসীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটিতে আয়োজনে সহযোগিতা করেন উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা