চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতা।
তিনি চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জান্নাতুল ফেরদৌস রিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন কণিকা-একটি রক্তদান সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে। এছাড়াও তিনি চবি ডিবেটিং ক্লাবের সদস্য।
জয়লাভের পর জান্নাতুল ফেরদৌস রিতা বলেন, ‘প্রথমে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছে; আমি সে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’