নোয়াখালীতে যেভাবে নতুন নতুন চর জেগে উঠছে। এখানে আরেকটি নতুন বাংলাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সমুদ্র অর্থনীতির একটি বিশাল বাজার তৈরি করা সম্ভব। এখানে বিশ্বমানের পর্যটন শিল্পও গড়ে তোলা সম্ভব। এরকম সম্ভাবনাময় একটি জেলাকে বিভাগে রূপান্তর না করাটা রাজনৈতিক অদূরদর্শীতা। এটা দাবী নয়, এটা এই অঞ্চলের মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) রাতে নোয়াখালীতে চাটখিল সাংবাদিক ফোরামের সাথে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নোয়াখালী জেলা ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর প্রায় দেড় কোটি মানুষের। তাই
অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।’ দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।
মতবিনিময় সভায় চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।