
নোয়াখালীর চাটখিলে গাড়ীর ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালানোর অপরাধে ১০জন ড্রাইভারকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে চাটখিল পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে আদালত পরিচালনা করে বৃহস্পতিবার বিকেলে জননী পরিবহনের ৭ জন ড্রাইভার, আল বারাকা পরিবহনের ১জন ড্রাইভার এবং ২জন মোটরসাইক ড্রাইভারের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জননী পরিবহনের ড্রাইভারদের মধ্যে পারভেজ ও মো. নুর আলমকে ৩ হাজার টাকা করে; মো. রায়হান ও মো. ইউসুফকে ৫ হাজার টাকা করে; সজীব চন্দ্র দাস, মো, দুলাল, রফিকুল ইসলাম প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও আল বারাকা পরিবহনের ড্রাইভার ফাহিমকে ৫ হাজার টাকা; মোটর সাইকের ড্রাইভার মো. মিজানকে ৫ হাজার এবং সামছুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
আদালত পরিচালনায় চাটখিল থানা পুলিশ, উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।