নোয়াখালীর চাটখিলে পরকোট ইউনিয়নের পূর্ব পরকোটের পাটোয়ারী বাড়ির মানসিক ভারসাম্যহীন হত দরিদ্র নুর মোহাম্মদের পরিবারকে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও শিক্ষাবিদ গোলাম মর্তুজার উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ৩৯তম গৃহহীন প্রকল্প বাস্তবায়ন করেছে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা বলেন, ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন চাটখিল এবং সোনাইমুড়ীতে ফাইভ জিরো প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক হত দরিদ্র গৃহহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা। যেখানে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, চিকিৎসাহীন মৃত্যু, ভিক্ষাবৃত্তি দূরীকরণ, দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শূন্য নিরক্ষরতা এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন
বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোরশেদ আলম বলেন, সম্পূর্ন নিজস্ব অর্থায়নে ফাইভ জিরো প্রকল্প গুলো বাস্তবায়নের লক্ষে চাটখিল, সোনাইমুড়ীতে ডা. মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন ব্যাপক কাজ করে যাচ্ছে তাদের এ মহতী উদ্যোগের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় পরকোট ইউনিয়নের বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ডা. মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের সেচ্ছাসেবারা উপস্থিত ছিলেন।