1. azad.cu@gmail.com : admincb :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে চাটখিলে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় চাটখিল উপজেলার সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাত দিনব্যাপী অনুষ্ঠান শেষে মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।

উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল পাঁচগাঁও সরকারি কলেজের সহকারি অধ্যাপক জয়নাল আবেদীন জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, মহিলা বিষয়ক অফিসার কামরুন নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুব্রত ঘোষ্মামী। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহিন উদ্দিন তরফদার, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি তা সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ শিকার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।‍

উক্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য ও কুইজ প্রতিযোগীতা এবং গান ও আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সাত দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল—পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, মৎস্য চাষী, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে স্থায়িত্বশীল মৎস্য সম্পদ ব্যবহারে মতবিনিময়, জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনবিষয়ক ক্যাম্পেইন, মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা এবং জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠান। এভাবেই চাটখিলে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park