নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মেঘা গ্রামে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করেছেন স্বেচ্ছাসেবকরা। শুক্রবার (২২ আগষ্ট) সকালে মেঘা গ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা একজোট হয়ে মেঘা বাজার অংশের রাস্তা পাশে ড্রেন জমে থাকা ময়লা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করে। সরেজমিনে দেখা যায়, কারও হাতে ঝাড়ু কারও হাতে বেলচা কারও হাতে পলিথিন। সবাই একযোগে পরিষ্কার করছেন রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা, বোতল, টিস্যু, কাগজ ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন,সমাজসেবক ইসমাইল পাটোয়ারী, সমাজসেবক মহিন উদ্দিন,ইকবাল হোসেন বাবলু, ইন্জিনিয়ার রিয়াদ হোসেন, রাসেল মাষ্টার, জি এম শাকিল, রাকিব হোসেন, বিল্লাল রনি ও সোহান আহমেদ,তানভীর সহ আরো অনেক স্বেচ্ছাসেবীগণ।
এ সময় স্বেচ্ছাসেবকরা সচেতনতায় পথচারী, দোকানদার সহ সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।
সমাজসেবক ইসমাইল পাটোয়ারী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ রোগজীবাণু এবং বিভিন্ন রোগ বিস্তার রোধ করতে সাহায্য করে। পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হল আমাদের একটি প্রচেষ্ঠা মাত্র। এই প্রচেষ্টার মাধ্যমে এলাকার রাস্তাঘাট, জনসমাগম স্থান এবং বাড়ি-ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণত আবর্জনা পরিষ্কার করা, বর্জ্য ব্যবস্থাপনা, এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি হয়ে থাকে। যেসব জায়গায় ময়লা আবর্জনা থাকে, সেসকল স্থান পরিষ্কার করে রাখতে হবে।
স্বেচ্ছাসেবী জি এম শাকিল বলেন, দেশ গঠনে সকলের মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে আহবান জানান, নিজ নিজ অবস্থা থেকে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে আরও সচেতন হতে বলেন।