1. azad.cu@gmail.com : admincb :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে কয়েক যুগ পর উদ্ধার হলো সওজের জায়গা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে দীর্ঘ কয়েক যুগ অবৈধ দখলে থাকার পর অবশেষে সোমবার (১১ আগস্ট) উদ্ধার করা হলো সড়ক ও জনপদ বিভাগের জায়গা।

চাটখিল পৌরবাজারের পাল্লা রোড সংলগ্ন এই জায়গাটিতে এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয় ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সেই অফিসে আগুন দেয় এবং ভাঙ্গচুর চালায়। এরপর থেকে ধীরে ধীরে দখলে নিয়ে আওয়ামী লীগের নেতারা এই জায়গাটি অবৈধভাবে দোকান ঘর তুলে সেসব থেকে ভাড়া খাচ্ছিলো।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার পরেও এই দোকান ঘরগুলো ভাঙা সম্ভব হয়নি। সোমবার (১১ আগস্ট) চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্ব সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেখানে থাকা সকল স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

চাটখিল পৌর বাজারের বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘এই উচ্ছেদের ফলে পৌরবাজারের যানজট আগের চেয়ে কিছুটা হলেও কমবে। আমরা আশাকরি জায়গাটি নতুন করে কোনো দখলদারের মাধ্যমে দখল হবে না।’

দখলমুক্ত হওয়া সড়ক ও জনপদ বিভাগের জায়গাটিতে অস্থায়ী সিএনজি/অটোস্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা করছে প্রশাসন।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘নির্ধারিত স্ট্যান্ড না থাকায় চাটখিল পৌরবাজারের প্রধান সড়কে  সিএনজি/অটোরিক্সা দাড়িয়ে থেকে যানজটের সৃষ্টি করে। যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা সরকারী এই জমি উদ্ধার করে অস্থায়ী সিএনজি/অটোস্ট্যান্ড স্থাপনের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সওজের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও চাটখিল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park