৫’ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি ও জামায়েত ইসলামীর পৃথক পৃথক আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজিজ সুপার মার্কেট সংলগ্ন মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম, সাবেক ছাত্রনেতা জিএস ফরিদ আহমেদ ভুইয়া, দিলদার আহমেদ প্রমুখ।
অন্যদিকে বাংলাদেশ জামায়েত ইসলামী চাটখিল উপজেলা শাখার আয়োজনে বিকেল ৫টায় চাটখিল কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়েত এর সাধারন সম্পাদক নুর হোসেন রিয়াজ এর সঞ্চালনা ও পৌর আমির মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা মহি উদ্দিন হাসান। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক। উপস্থিত ছিলেন, পৌর নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়াত হোসাইন, উপজেলা সহকারি সাধারন সম্পাদক হুমায়ন কবির সুমনসহ আরো অনেকই।
সমাবেশ শেষে বিএনপি ও জামায়েতের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন চত্বরে পৃথক পৃথক আনন্দ র্যালি বের হয়।