নোয়াখালী চাটখিল-সোনাইমুড়ী মানুষের জনদুর্ভোগ দূর করতে আজ রবিবার ০৩ আগষ্ট বিকেলে চাটখিল উপজেলা প্রশাসনকে পাশে নিয়ে রাস্তা সংস্কারের কাজে মাঠে নিমেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কচুয়া থেকে সাহাপুরের রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত হওয়ায় চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর উপদেষ্টা গোলাম মর্তুজা বিষয়টি পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসনে সহযোগিতায় রাস্তাটি সংস্কারের জন্য মাঠে নেমেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা রাস্তায় চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে বর্তমানে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে,
জানা যায়, কয়েকদিন আগে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তাটি পরিদর্শনে যান, পরিদর্শন কালে চাটখিল উপজেলার নিবার্হী অফিসার মিজানুর রহমানের সাথে কথা বলে অত্যন্ত বিপদজনক এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী রাস্তাটির কথা বলে সংস্কারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান এতে ডাক্তার মোস্তফা হযরত ফাউন্ডেশন স্বয়ন এবং সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলা হয় আগামী কয়েকদিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। উল্লেখ্য ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা উপদেষ্টা শিক্ষাবিদ গোলাম মর্তুজা প্রতিষ্ঠাতা উপদেষ্টা জহিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা এবং অর্থায়নে চাটখিল এবং সোনাইমুড়িতে মানবিক কাজের জন্য জনপ্রিয় মানবিক প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তার সাথে দীর্ঘদিন থেকে মানুষের জীবনমান উন্নয়নে পাঁচশূন্যের প্রকল্প নিয়ে কাজ করে আসছে সাম্প্রতিক পাঁচশূন্যের প্রকল্পের বাইরে জনদুর্ভোগ কমাতে চাটখিল এবং সোনাইমুড়িতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ করে দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাগাবে কাজ করে যাচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চাটখিল উপজেলা প্রশাসন এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন মানুষের জন্য দুর্ভোগ কমাতে আগামীতেও এমন মহতী কাজ অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা। উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়েতের আমির মাওলানা মহি উদ্দিন, নায়েবে আমির মাওলানা ওমর ফারুক ও ফাউন্ডেশনের এবং ভলেন্টিয়ার বৃন্দ, পাশাপাশি এলাকার রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।