চাটখিল উপজেলার মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা-২০২৫ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবদের সাথে মত বিনিময় সভা আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকার দিঘীর পাড় ফাজিল মাদ্রাসার পরিচলনা পরিষদের সভাপতি মোঃ মহিন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা নিয়াকত আলী ভুট্টু, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন কাউসার হামিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।