বিশিষ্ট ব্যবসায়ী, চাটখিল পূর্ব বাজারস্থ জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আঢ্যর মা হাজেরা বেগম শনিবার ভোর ০৫ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ভোর রাতে হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় , পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ০৪ পুত্র, ০৬ কন্যাসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাঁর প্রয়াত স্বামী নূর আহমেদ আঢ্যর পাশে সমাহিত করা হয।
হাজেরা বেগমের মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা সেলিম, চাটখিল পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর নূরনবী এবং ছাত্রদল নেতা রাকিব হোসেন রাজ সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।