১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ও গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চাটখিল কামিল মাদ্রাসার মাঠ থেকে এই গণমিছিল শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই গণমিছিলে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করে।
মিছিল শেষে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল পৌরসভা জামাতের আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক এবং মাওলানা রাকিব উদ্দিন প্রমুখ।
২৪ শের জুলাই আন্দোলনের অগ্রগামী যোদ্ধদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াতের এবারের জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে। সুষ্ঠু নির্বাচন, তার আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে। সবাইকে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।’