নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশিক এলাহীকে অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে মাদ্রাসা অফিস কক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে কমিটি গঠনে অনিময়, নিয়োগে দুর্নীতি, অর্থ আতœসাৎ সহ নানা অভিযোগে এই সম্মেলন করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ৫ মাস থেকে এডহক কমিটি গঠনে এলাকাবাসীদের আশ্বাস দিয়ে যাচ্ছে এই অধ্যক্ষ। কিন্তু গোপনে সে তার মনোনীত লোকদের দিয়ে কমিটি গঠন করলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের বরবার অভিযোগ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেনকে দায়িত্ব দিলে তারা তদন্তে আসেন।
তারা আরো অভিযোগ করে বলেন, অধ্যক্ষ এনটিআরসির জাল সার্টিফিকেটধারী শিক্ষককে লাখ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না। এছাড়াও নিয়মিত তাকে মাদ্রাসায় পাওয়া যায় না বলেও তাদের অভিযোগ। স্থানীয় সামছুল ইসলাম ও ফয়েজ আহমদ বলেন, মাদ্রাসায় ষষ্ঠ, অষ্টম, নবম আলিম রেজিষ্ট্রেশন এর রশিদ বই নেই, নেই কোন ফরম পিলাপ এর রশিদ, নেই কোন সার্টিফিকেট দেওয়ার রশিদ, প্রতিষ্ঠান এর আয় ব্যয়ের হিসাবও কেউ জানে না। তাই দ্রæত নতুন এডহক কমিটি গঠন ও অধ্যক্ষের অপসারনের দাবী জানান তারা।
অন্যদিকে অধ্যক্ষ মাওলানা আশিক এলাহীকে অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে তিনি তা অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।