নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া জন্য নির্বাচন কমিশন (ইসি) আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ ২২ জুন (রোববার)। শেষ দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ একাত্তর পার্টি ( ইপি)।
দলের হয়ে আবেদন জমা দিতে রোববার দুপুর ৩ টায় নির্বাচন কমিশনে আসেন একাত্তর পার্টি’র সদস্য সচিব, মোঃ নাজিম হোসেন সহ দলের নেতাকর্মী।
দল নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা, এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস ও কমিটি এবং ১০০টি উপজেলা ও মেট্রোপলিটন থানায় অফিস (যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে) থাকার শর্ত পূরণ করতে হয়।
এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হলে ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।
তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয় আজ রোববার।