1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের খাদ্য বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় নোয়াখালী চাটখিলে বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিস থেকে প্রান্তিক চাষিরা মৎস খাদ্য গ্রহণ করেন, ২য় পর্যায়ে এবার ৬০ জনের মাঝে ১৫০০ কেজি মৎস্য খাদ্য বিতরণ হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসানাইন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রান্তিক মৎস্য চাষী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় মৎস্য অফিসার মাহফুজুল হাসানাইন সাংবাদিকদের বলেন, প্রান্তিক মৎস্য চাষীরা বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তা পূরণের জন্য প্রথম পর্যায়ে চাটখিল উপজেলায় ১৩৪ জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই আলোকে আজকে দ্বিতীয় পর্যায়ে ৬০ জন বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হল। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park