1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
নোয়াখালীর চাটখিলে ঢাকা ও কক্সবাজারগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ায় দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জুন) রাতে চাটখিল পৌরবাজারের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার (৯ জুন) রাতে চাটখিল পৌরবাজার বাসস্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় তিনি হাতে নাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই কাউন্টার দুইটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
তিনি আরও বলেন, ‘যদি কারও কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park