নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৫টি গরু ও ২টি মহিষ কুরবানী করেছে উপজেলা জামায়াত। কুরবানী করা এসব গরু ও মহিষের গোশত গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
শনি ও রোববার (৭ ও ৮ জুন) চাটখিল উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এসব পশু কুরবানী করা হয়। কুরবানী করা এসব গরু ও মহিষের গোশত উপজেলার ১ হাজার ৭ শত ২২টি পারিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
কুরবানীর জন্য এসব গরু এবং মহিষ জেলার বিভিন্ন বাজার থেকে ক্রয় করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, দলের শুভাকাঙ্ক্ষীরা এসব গরু মহিষ কেনার জন্য টাকা দিয়েছেন। কেউ কেউ পুরো একটা গরুই কিনে দিয়েছেন।
কোরবানীর গোশত পাওয়া আলী হোসেন বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর গোশতের একটি প্যাকেট পেয়েছি। যেখানে কয়েক কেজি গরুর গোশত, কলিজা, হাড্ডিসহ বিভিন্ন অংশ ছিল। রান্না করে পরিবারসহ সবাই একসাথে খাবো।’
চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহিউদ্দিন হাছান বলেন, ‘আমরা প্রতিবছর নিয়মিতভাবেই কুরবানী করে গরীব ও অসহায়দের মাঝে গোশত বিতরণের কর্মসূচি পালন করি। আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে কুরবানীর এসব গরু ক্রয় করার জন্য অর্থ সহায়তা দিয়ে থাকেন। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এসব আয়োজন করার পরিকল্পনা রয়েছ।
কুরবানী দিতে না পারা পরিবারগুলো কুরবানীর গোশতের এসব প্যাকেট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। প্যাকেটগুলোতে একটি পরিবার একবেলা খাওয়ার মতো যথেষ্ট গোশত ছিল বলে তারা জানিয়েছেন।