নোয়াখালী জেলার চাটখিলে এক বর্গা ধানচাষীর পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা জায়, বর্গাচাষী আবুল হোসেন সংকরপুর গ্রামের মনির হোসেন ভূষণদের ওয়ারিশি সম্পত্তিতে এবছর ইরি ধান রোপন করেন। গত সোমবার (২১ এপ্রিল) বর্গা চাষী আবুল হোসেনের চাষ করা পাকা ২শত শতাংশ জমির ইরি ধান কেটে লুট করে নিয়ে যায় একদল দূর্বত্তরা। এ ঘটনার পর থেকে এলাকার আতঙ্ক বিরাজ করছে।
ভূক্তভুগী বর্গা চাষী আবুল হোসেন বলেন, ‘এখানে ১৪০/১৫০ মন ধান হবে। যার অনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। এ জমি চাষ করতে আমি আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থান থেকে ধার দেনা করেছি। আমি এখন কোথা থেকে এ টাকা পরিশোধ করবো? এসব বলে হাউ মাউ করে কাঁদতে থাকেন তিনি।
আবুল হোসেন বলেন, ‘আমি শুনেছি তারা অস্ত্র নিয়ে ধান লুট করেছে৷ এতে জমির মালিক ও বর্গাদারসহ কেউ ভয়ে সামনে যেতে পারে নি। শংকরপুর গ্রামের মোজাম্মেল হক, মজিবুল হক, ফারুক, ফারহান, পেয়ার হোসেনসহ ১০/১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকার লোক জনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বর্গাচাষীর পাকা ধান লুট করেছে। আরো ৩০/৩৫ জন সন্ত্রাসী বিভিন্ন স্থানে অবস্থান করছিল।’
জমির মালিক ও বর্গাচাষী বিভিন্ন ভাবে বিষয়টি লোকজনকে জানালেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
জমির মালিক মনির হোসেন বলেন, ‘বর্গাদার, আমাকে এবং আমারর পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়েছে তারা। যেকারণে ভয়ে আমরা সন্ত্রাসীদের সামনে যাইনি। তিনি আরো বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে বিষয়টি চাটখিল থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
চাটখিল থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, থানায় অভিযোগ এলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।