নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) পৃথক দুটি স্থানে এই দুই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু দুটি হলো সাইফান হাবিব সাদমান ও হুমায়রা ইসলাম মুনতাহা। দুজনেই বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
১৮ মাস বয়সি সাইফান হাবিব সাদমান উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আবুল খায়ের ডাক্তার বাড়ির সৌদি প্রবাসী হাবিবুর রহমানের সন্তান। বিকেল সাড়ে ৫ টায় বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পশ্চিম শ্রীনগর বড় বাড়ির ৬ বছর বয়সী হুমায়রা ইসলাম মুনতাহা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাড়ির পাশের পুকুর থেকে দুপুর সাড়ে বারোটায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা আব্দুল মান্নান উপজেলার পশ্চিম শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দপ্তরী পদে কর্মরত।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ‘ইদানিং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। অমরা অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ করছি। এই দুই শিশুর নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’