1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

নোয়াখালীতে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ১২০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) চাটখিল উপজেলার বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ১২ জন ডাক্তার ও নার্স উপস্থিত থেকে প্রায় ৬ শত জন গরীব, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ।

রোগীদের মধ্যে ১২০ জনকে চোখের ছানি অপারেশন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ছানি অপারেশন করা প্রয়োজন এমন রোগীদের শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার ৩টি বাসে করে ছানি অপারেশনের জন্য কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। ছানি অপারেশন বাবদ তাদের কোনো টাকা খরচ করতে হবে না।

চিকিৎসা কাজে সহায়তাকারীদের একজন স্বেচ্ছাসেবী জি এম শাকিল। তিনি বলেন, ‘ছানি অপারেশন ছাড়াও উপস্থিত প্রায় ৩ শত জন রোগীকে বিনামূল্যে ওষুধ, এবং ৪ শতটির মতো চশমা বিতরণ করা হয়েছে। এখানে বছরে এক বা একাধিকবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আমাদের এলাকায় বিভিন্ন জেলা, উপজেলা থেকে মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছেন এবং স্বস্তি প্রকাশ করছে।’

চিকিৎসা নিতে আসা আবুল খায়ের বলেন, ‘ফ্রি চিকিৎসার মাইকিং শুনে এখানে এসেছি। চিকিৎসা সেবা ভালোই। বিনামূল্যে শহরে নিয়ে ছানি অপারেশন করিয়ে আনছে তারা। এটা আমার মতো গরীব রোগীদের জন্য খুবই উপকারী। টাকা দিয়ে তো ছানী অপারেশন করবার মতো আর্থিক সামর্থ্য আমার নাই।’

আয়োজকদের অন্যতম একজন শিক্ষানুরাগী মোহাম্মদ খায়রুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের এই কার্যক্রম বহু বছর থেকেই চলমান আছে। এলাকার একটা শ্রেণির মানুষকে আমরা চিকিৎসা সহায়তা দিতে পারছি, এটাই আমাদের প্রশান্তি দেয়। এই চিকিৎসা ক্যাম্প ধারাবাহিকভাবে সময়ে সময়ে অনুষ্ঠিত হবে।

লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজনে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে দেশের বিখ্যাত ডিবিএল গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোহাম্মদ খায়রুজ্জামান, সমাজসেবক শিপন মুন্সী, স্বেচ্ছাসেবী জি এম শাকিল, রাজু মুন্সী ও লিটন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park