কমিটি গঠনের এক মাস পূর্ণ হবার আগেই নোয়াখালী জেলার চাটখিল পাচঁগাও মাহবুব সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ কাউসার আহমেদ শাওন ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখার অধীনস্থ চাটখিল পাচঁগাও মাহবুব কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৩ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
ছাত্রদলের স্থানীয় একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, কমিটি গঠনের পর বিভিন্ন সময় সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে কাজ না করে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছিল। তাদের ধারণা, এই কারণেই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ চাটখিল পাঁচগাঁও মাহবুবুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করে ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।