প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৩:০২ পূর্বাহ্ণ
চাটখিলে জামায়াতের ঈদ পুনর্মিলনী

উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জামায়াতের নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন বলেন, 'জামায়াত কেন্দ্রের নির্দেশনা অনুসারেই এই এলাকায় সংসদ নির্বাচনে একজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারণ করেছে।' এলাকার বাহির থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনার এলাকায় আসলে এলাকার সংগঠনের জন্য কাজ করবেন। আপনারা কাজ করলেই আমাদের কাজের পরিবেশ সৃষ্টি হবে, আরো বেশি কর্মী তৈরি হবে। নির্বাচনের জন্য কর্মীর প্রয়োজনীয়তা আছে।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামায়াতের ঢাকার কদমতলী থানা আমীর মো. কবীরুল ইসলাম, চকবাজার (পশ্চিম) থানা আমীর আবুল হোসাইন রাজন, পল্লবী থানা আমীর মো. রইসুল ইসলাম পবন, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সেক্রেটারী মাস্টার সাফায়েত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা