1. azad.cu@gmail.com : admincb :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন রামগঞ্জের রিতা নোয়াখালীতে আরেকটি নতুন বাংলাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে : জহিরুল ইসলাম চাটখিলে সর্বসাধারণের সাথে এমপি প্রার্থী গোলাম মাওলার মতবিনিময় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গোলাম মর্তুজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান স্থানীয়রা ফিটনেস-পারমিট ছাড়া গাড়ী, লাইসেন্স বিহীন ড্রাইভার : আদালতে জরিমানা ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ৩৯ তম ঘর হস্তান্তর ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা চাটখিলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

চাটখিলে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে রমাদান ফুড প্যাকেজ বিতরণ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের আয়োজনে এবং কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চাটখিল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদানের এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

মঙ্গলবার চাটখিল উপজেলার অর্ধশতাধিক অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক মানুষের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। ফুড প্যাকেজে প্রয়োজনীয় সুজি, তেল, মুড়ি, খেজুর, লবণ, বুট ও সেমাই অন্তর্ভুক্ত ছিল।

উপজেলা যুব রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির দল নেতা ফজলে রাব্বি আবিদের সভাপতিত্বে রমাদান ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘রেড ক্রিসেন্ট শুধু দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমই পরিচালনা করে না। পাশাপাশি তারা সবসময় অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনারও চেষ্টা করে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park