1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

চাটখিলে রোভার স্কাউট সদস্যদের ইফতার বিতরণ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিল পৌরবাজারে পথচারী, রিক্সা চালক, নিম্নবিত্ত, দিনমজুরের মাঝে ইফতার বিতরণ করেছে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। সোমবার (২৪ মার্চ) বিকেল এই ইফতার বিতরণ করা হয়।

প্রতিবছর নিয়মিত ইফতার ও দোয়ার আয়োজন করতো রোবার স্কাউটের এই গ্রুপটি। এবার ব্যতিক্রম কিছু করার চিন্তা থেকেই তারা ইফতার মাহফিলের পাশাপাশি ২৫০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে।

চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটটি ১৯৮৯ সালে জেলা রোভার স্কাউট কাউন্সিল থেকে নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

কলেজের সাবেক রোভারমেট মাহমুদ জানান, তারা প্রতিবছরে এমন অনেক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে এসছে। সাবেক ও বর্তমান রোভারদের সহযোগিতায় এবার ইফতার মাহফিলের পাশাপাশি ২৫০ জনের মাঝে ইফতার বিতরণও করে।

বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, স্যানিটেশন, বৃক্ষরোপণ, টিকাদান কর্মসূচিসহ দেশব্যাপী বিভিন্ন সামজ উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে রোভার স্কাউট।

চাটখিল উপজেলায় করোনাকালীন ও ২৪ এর বন্যায় জরুরি সেবা, ইমার্জেন্সি রেসপন্স টিম, স্বেচ্ছাশ্রম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ওষুধ সরবারাহ, ইমার্জেন্সি রেসকিউ টিম গঠনসহ সংস্কার, উন্নয়নসহ বিভিন্ন যৌক্তিক ও প্রয়োজনীয় কর্মকান্ডে ভূমিকা রেখে আসছে রোভার স্কাউটের চাটখিল সরকারি কলেজের ইউনিটটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park