ব্যবসায়ীদের সম্মানে নোয়াখালীর চাটখিলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির চাটখিল উপজেলা শাখার আয়োজনে পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ-এর চাটখিল উপজেলা সভাপতি ডা. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি চৌধুরী মোহল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর চাটখিল উপজেলা শাখার উপদেষ্টা ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, মাস্টার আবদুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে চাটখিল উপজেলার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা