নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশন ও শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গত ১০ মার্চ সোমবার দুপুরে চাটখিল কামিল মাদ্রাসা হল রুমে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুজ্জামান, মাওলানা তৈয়ব উল্লাহ, মাওলানা বশির উল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মাজহারুল ইসলাম আজাদ, আবুল বারাকা, রহমত উল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা চাটখিল কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান।