1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে চাটখিলে বিশাল মানববন্ধন ও মিছিল

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৮৬ বার পঠিত

মাগুরায় আট বছরের শিশুসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশের মতো নোয়াখালীর চাটখিলে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাটখিল পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাটখিল আজিজিয়া মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, আবিদ রহমান, রফিকুল ইসলাম রনি, বিবি ফাতেমা, সাইফুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তিসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

মানববন্ধন ও মিছিলের সময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’ ‘আমি কে? তুমি কে? আছিয়া, আছিয়া’, ‘নারী নিপীড়ন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলে থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপজেলার শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park