1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

চাটখিলে আইবিডব্লিউএফ-এর ইফতার সম্পন্ন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির চাটখিল পৌর শহর শাখার আয়োজনে পৌরবাজারের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল মাহফুজ মিঠুর সঞ্চালনায়, আইবিডব্লিউএফ-এর চাটখিল পৌর শহর সভাপতি বোরহান উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি মোহল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর চাটখিল পৌর শহর শাখার উপদেষ্টা মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল বাজার বণিক সমিতির সভাপতি খোরশেদ আলম, উপদেষ্টা মাস্টার সাফায়েত হোসেন আইবিডব্লিউএফ-এর পৌর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্য আইবিডব্লিউএফ-এর নোয়াখালী জেলা সভাপতি নাসিমুল গনি মোহল বলেন, ‘বিগত ১৬ বছর ব্যবসায়ীরা কঠিন সময় পার করেছে। স্বৈরাচার পালানোর পর থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি।’ এসময় তিনি ব্যবসায়ীদেরকে নীতি আদর্শ মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল ইসলামিয়া হাসপাতালের পরিচালক আবুল বারাকাত, চাটখিল বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল,
স্কয়ার হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম, আইবিডব্লিউএফ-এর পোর সহকারী সেক্রেটারি মনির হোসেন, কোষাধ্যক্ষ হেকিম মানিক মিয়া, প্রচার সম্পাদক মাহফুজ আলম হেলাল, আজিজিয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. মোস্তাক প্রমুখ।

অনুষ্ঠানে চাটখিল পৌর বাজারের দুইশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park