নোয়াখালীর চাটখিলের বিনামূল্যে গ্রামার-ব্যাকরণ বই পেলো একটি বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে এসব গ্রামার-ব্যাকরণ বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
শনিবার বিদ্যালয়টির অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি গুল আফরোজ আলম ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সর্দার আলম সুলীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন।
জানা যায়, চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়টি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, সহায়ক গ্রন্থ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরনের অংশ হিসেবেই এই গ্রামার-ব্যাকরণ বই বিতরণ করা হয়। পৌর শহরে হলেও স্কুলটির আশপাশের এলাকা নাগরিক সুবিধা বঞ্চিত। যে কারণে এলাকার শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্কুলটির পরিচালনা পর্ষদ। এর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৭৬ শতক জায়গা প্রদান করেছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সর্দার আলম সুলীন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘আজকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ত্রিশজন শিক্ষার্থীকে গ্রামার ও ব্যাকরণ বই তুলে দেওয়া হয়। ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণির শিক্ষার্থীদেরকেও বিনামূল্যের বই দেওয়া হবে। স্কুলটির গরীব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্কুলটির প্রতিষ্ঠাতার অর্থায়নে আমরা বইসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করে থাকি।’
বিনামূল্যে বই পাওয়া একজন শিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন বলেন, ‘এর আগেও আমার ছেলেকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ড্রেস বানিয়ে দেওয়া হয়েছিল। স্কুল থেকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা সামগ্রীও দেওয়া হয়। যে কারণে গরীব হলেও আমি আমার সন্তানকে পড়ালেখা করাতে পারছি। পৌর শহরের শেষ সীমানায় আমাদের এই এলাকাটি অন্য জনপদের চাইতে কিছুটা পিছিয়ে পড়া। যারা আমাদেরকে সহায়তা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সর্দার আলম সুলীন বলেন, ‘এলাকাটিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সন্তানদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদান করতে হবে। যে কারণে আমরা নিজেদের পারিবারিক সম্পদ ও অর্থ শিক্ষার্থীদের জন্য ব্যয় করছি। আমার এলাকার সন্তানরা এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাব। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি গুল আফরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সর্দার আলম সুলীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক নেতা কামরুল কানন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।