1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

চাটখিলে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ল ১৫ দোকান

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১২ বার পঠিত

নোয়াখালীর চাটখিলের বদলকোট ইউনিয়নের বদলকোট বাজারে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে বদলকোট বাজারের একটি লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে আমটা স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হই এবং ফায়ার সার্ভিসে খবর দেই। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, গার্মেন্টস, গোডাউনসহ ১৫টি দোকান পুড়ে যায়।

বদলকোট বাজার পরিচালনা কমিটির সদস্য মামুনুর রশিদ বলেন, ‘পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চারটি গোডাউন ছিল। সে গোডাউনে কমপক্ষে অর্ধ কোটি টাকার মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা। সরকারি সহায়তা না পেলে, এই ব্যবসায়ীরা আর ঘুরে দাড়াতে পারবে না।’

চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান লন্ড্রি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ছোট বড় ১৫টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park