1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

অপারেশেন ডেভিল হান্ট : চাটখিলে আটক তিন

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
নোয়াখালীর চাটখিলে ‘অপারেশেন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করা হয়েছে৷ বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
অভিযানে আটককৃতরা হলেন চাটখিল পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল ওরফে কানা ইব্রাহিম (৪৮), পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন (৪৪) ও খিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জিহাদ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা নষ্ট ও ক্ষতিকর কাজ সংঘটনের চেষ্টায় নিয়োজিত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘থানা এলাকায় অপারেশেন ডেভিল হান্ট পরিচালনা কালে মামলার তিনজন আসামিকে আটক করা হয়। আটককৃত তিনজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত ৯ ফ্রেব্রুয়ারি চাটখিল উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজী মাসুদ রানা ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। আটককৃত তিন জন সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা সেই মামলার আসামী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park