জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির নোয়াখালী জেলার ৫৩তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নোয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেছে চাটখিলে কৃত সন্তান মো: ইয়াছিন আরাফাত শাওন। সে ইসলামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার সকালে নোয়াখালী জেলার ভুলু স্টুডিয়ামে জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এ সময়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা