1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মশা নিধক অভিযান

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চাটখিল পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার সকালের দিকে চাটখিল শহরের সরকারি হাসপাতাল রোডের পাশে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

এবারে প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ উক্ত কর্মসূচিতে চাটখিল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্টেট আকিব ওসমান পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের সময় বক্তব্যে বলেন, পৌরসভার সকল ওয়ার্ড লোক দেখানো না করে সুন্দর ঝকঝকে ছবির মতো পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মচারীদের বলা হয়েছে। পৌরসভার প্রত্যেকটি নাগরিক যেন এর সুবিধা পায়।

এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, ফরহাদ, জোবাইদুল ইসলাম হিমেল, সাফায়েত হোসেন লিও, তাহাসিন সহ আরো অনেকেই। পরে সেখান থেকে রাস্তার দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ মশক নিধনের জন্য ফকার মেশিনের সাহায্যে স্প্রেকরণ করা হয়। চাটখিল উপজেলায় প্রায় অর্ধশতক পরিচ্ছন্ন কর্মী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park