চাটখিল উপজেলার নোয়াখলা সোনাচাকা ডীমল্যান্ড প্রি- ক্যাডেট স্কুলের উদ্যোগে শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ১০টি স্টলে দেশীয় কেক পিঠা, ঝাড় পিঠা, গাঁদাফুল পিঠা, ভাপা সন্দেশ, ফুলি পিঠা, হৃদয় হরণ পিঠা, মাছ পিঠা, ফুলঝুড়ি পিঠা, সবজি পিঠা ইত্যাদি বাহারি পিঠার শীতকালীন পিঠা প্রদর্শন করে। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নৃত্য ও কুইজ প্রতিযোগীতা এবং সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোজহারুল ইসলাম পুতুল, প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন, ০৮ নং নোয়াখলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মধু, সেক্রেটারি সাইফুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক পারভেজ মোজহার, ছাত্রদল নেতা ও স্কুলের পরিচালক এ এইচ সৌরভ, স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান প্রমুখ।
শিক্ষার্থীরা জানায়, প্রতিবছর স্কুল কর্তৃকপক্ষের উদ্দ্যোগে পিঠা উৎসব আয়োজন করায় আমরা আনন্দিত। প্রত্যেক স্কুলে এমন আয়োজন করা উচিৎ।
প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ২০০০ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের কাছে ইতিহাস ও ঐতিহ্য এবং বাঙালির সংস্কৃতি তুলে ধরার জন্য স্কুলের উদ্দ্যোগে প্রতিবছর শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী ব্যাপক উৎসহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।