ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলার ০৪ নং বদলকোট ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি মুহাম্মদ বখতিয়ার কাকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
রেদোয়ান হোসাইন এর সঞ্চালনায় শুক্রবার (২৪শে জানুয়ারী ) দুপুর ২ টায় বদলকোট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল। চাটখিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুখতার আহমদ আনোয়ারী, আলহাজ্ব গাজী হুমায়ন কবির, মাওলানা নাসির উদ্দীন তালুকদার, ডাঃ ইয়াছিন আরাফাত আশিক, হাফেজ রাসেল হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ আশেক এলাহি হাবিবি, হাফেজ ইমাম হাসান মাহমুদি, হুমায়ন কবির, মাস্টার জাবেদ আলম সহ সাবেক দায়িত্বশীল বৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের চাটখিল উপজেলার ০৪ নং বদলকোট ইউনিয়নের ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হিসাবে মনোনীত করেন সভাপতি বখতিয়ার কাকি, সহ- সভাপতি রেদোয়ান হোসাইন, সাধারণ সম্পাদক এইচ এম মাহমুদুল হাসান।
উক্ত ইউনিয়ন সম্মেলন টি দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।