নোয়াখালীর চাটখিলে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কৃষি জমি হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর সন্তান মাসুদ আলীকে (৪০) এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মাটি কেটে ও বালু উত্তোলন করে শুধুমাত্র কৃষি জমি নষ্ট করা হচ্ছে না; আশপাশের রাস্তাঘাটও নষ্ট করা হচ্ছে। আমরা এর থেকে স্থায়ী পরিত্রাণ চাই।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে অপরাধীকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে ভালো উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়। এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ, আনসার সদস্য, স্থানীয় মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।