1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

চাটখিলে পুকুরে মাছ ধরতে নেমে পেলেন অস্ত্র

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

পুকুরে মাছ ধরতে গিয়ে পেলেন অস্ত্র। বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) বিকেল সোয়া ৫ টার দিকে নোয়াখালীর চাটখিলে থানার পুকুরে অবিশ্বাস্য এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে থানার ভিতরের পুকুরে গোসল করতে নামেন থানায় কর্মরত এএসআই আব্দুল আলীম ইসলাম। এ সময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মত কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন তিনি। পানির উপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।

এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কিভাবে থানার পুকুরে এলো, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৫ আগস্ট থানা থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হচ্ছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park