নোয়াখালীর চাটখিলে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত হতে সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে রাস্তার পাশে ফুটপাতের অংশে অবৈধভাবে দোকান বসিয়ে সবজি, ফল বিক্রির অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ০৫ জনকে ০৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে চাটখিল থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।