নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শাহাপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আসমা বেগম (৩৪) এবং চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের পারভীন আক্তার (৪০)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে দুজন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ছয়শত পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা