তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাটখিলের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ মেঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সমাজসেবক বাবুল গাজী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী হূমায়ন কবির, সাইফুল ইসলাম মহিন, ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল, সমাজসেবক বিপ্লব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন বাবলু ও মুফতি মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান এবং পটিএ কমিটির সভাপতি জনাব আবু তৈয়ব।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।