অধিকাংশ মসজিদ-মাদ্রাসা কমিটিতে নামাজীর জায়গা হয় না বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ জৈনপুর দরবার শরীফের পীর, তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ এর আমির ও মিডিয়া ব্যক্তিত্ব ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ্ আব্বাসী।
শনিবার (১১ জানুয়ারি) নোয়াখালীর চাটখিলে শাহাপুর মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা ও স্থানীয়দের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এনায়েতুল্লাহ্ আব্বাসী বলেন, ‘দেশের দুরবস্থার জন্য আপনারা জনগণ দায়ী। অধিক সংখ্যক মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটিতে বেনামাজিদেরকে আপনারা সভাপতি বানান, সেক্রেটারি বানান।
আমাদের দুরাবস্তর জন্য দায়ী কারা? আপনারা! অধিকাংশ মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে নামাজীর জায়গা নেই।
সভাপতি বানানো হয় এমন লোককে, যে সুদখোর। সেক্রেটারি বানায় এমন লোক, যে শুধু খাইছে। এখন ইমাম সাহেব যখন মিম্বারে বসে, তখন ঘুষ আর সুদের বিরুদ্ধে কি কথা বলতে পারে? সুদের বিরুদ্ধে কথা বললে দেখা যাবে সভাপতি কাশি দিচ্ছে; ঘুষের বিরুদ্ধে কথা বললে দেখা যাবে সেক্রেটারি চোখ মোটা করতেছে।
রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনারা জনগণ চাইলে ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানাতে পারেন।’
শাহাপুর মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব তাহের আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কোরআন মাহফিলে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান, শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক ও পূর্ব শাহাপুর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাঈন, কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ প্রমুখ।