“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই বিপ্লবের তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
উদ্বোধনী খেলায় চাটখিল পৌরসভা একাদশ ১-০ গোলে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়েছে। ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি টিম অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল পাঁচগাও মাহবুব কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, মৎস কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।