নোয়াখালীর চাটখিলে ২০১৬ সালে ২১শে ফেব্রুয়ারীতে বিএনপি নেতা আলমগীকে হত্যা করা হয়। সাবেক এমপি এইচএম ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে আসামি করে ১৫ অক্টোবর নোয়াখালীর ৩নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর জাহান বেগমের আদালতে মামলা দায়ের করা হয়। এর ধারাবাহিকতায় মামলার ২৭নং আসামী মোঃ আনোয়ার হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন (৫৫) ৩নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের (আগুনী বাড়ীর) মৃত আব্দুল মান্নান এর ছেলে ।
জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দিবাগত রাত ১.৩০ চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের আগুনী বাড়ীর থেকে তাকে আটক করা হয়। সে চাটখিল থানা ৩নং পরকোট ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি এবং ৩নং পরকোট মুন্সির রাস্তা বাজারের সভাপতি ছিলো।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হত্যা মামলার আসামীকের গ্রেপ্তার করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।