নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল আইডিয়াল স্কুলের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বিদ্যালয়টির উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চাটখিল পূর্ব বাজারে অবস্থিত হাসান-হোসেন টাওয়ারে আইডিয়াল স্কুল ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠান ও বই উৎসব অনুষ্ঠিত হয়।
আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী বিএসসি’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের পরিচালক ও একাউন্টস অফিসার রবিউল হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও চাটখিল দারুল আরকাম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নূর হোসাইন রিয়াজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সেক্রেটারি মো. আরিফুর রহমান, পরিচালক মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আব্দুল্লাহ আল মামুন ও মেরিন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মুরাদ প্রমুখ।
চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তার বক্তব্য বলেন, 'আমি একজন শিক্ষানুরাগী মানুষ, শিক্ষার প্রতি আমার দুর্বলতার রয়েছে, তাই গুনগত শিক্ষার পরিবেশ বজায় রেখে নৈতিকতা সম্মৃদ্ধ শিক্ষা প্রদানে চাটখিল আইডিয়াল স্কুলকে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।'
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা